বিদ্যালয়ের ইতিহাস

মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয় বনরূপা, রাঙ্গামাটিতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৮২ সালের ১ জানুয়ারি (০১-০১-১৯৮২) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছর পর, ১৯৮৭ সালে বিদ্যালয়টি সরকার কর্তৃক এমপিওভুক্ত হয়, যা প্রতিষ্ঠানটির মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় বড় ভূমিকা রাখে। বর্তমানে বিদ্যালয়ের ইআইআইএন নম্বর ১০৭৮০২।

বিদ্যালয়ে বর্তমানে মোট ২৫ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন, যারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে যাচ্ছেন। বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।

বর্তমানে বিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম। তাঁর দক্ষতা, সততা ও নেতৃত্বে বিদ্যালয়টি দিন দিন শিক্ষা, সংস্কৃতি ও শৃঙ্খলার দিক থেকে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।